ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজশাহীতে ট্রাকে যুবকের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি মাছবাহী ট্রাক থেকে কামরুল ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে মাছ নিয়ে ঝালুকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় ট্রাকটি। পরে শিবপুরহাট এলাকায় ট্রাক থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত কামরুল ইসলাম দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আক্কাস আলীর ছেলে।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, লাশটি পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবং ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, কামরুল মৃগী রোগী ছিলেন। ট্রাকভর্তি মাছের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

একে/ এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি