ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘আরএসএসের হাতে নিহত হন গান্ধী’

রাহুলকে আদালতে হাজিরের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৪৩, ১৭ জানুয়ারি ২০১৮

আরএসএস কর্মীরা জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এমন মন্তব্যের কারণে তাকে সশরীরে আদালতে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মহারাষ্ট্রের একটি আদালত বিজেপি নেতার করা এক মানহানি মামলায় এই আদেশ দেন। মামলা সুত্রে জানা যায়, ২০১৪ সালে এক রাজনৈতিক ভাষণে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী অভিযোগ করেন, আরএসএস কর্মীরা জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। শুধু তাই নয়, রাহুল আরও অভিযেগা করেন, যে আরএসএস কর্মীরা জাতির জনককে হত্যা করেছে, তারাই আজ তাকে নিয়ে মেতে ওঠছে। কিন্তু তারাই সরদার প্যাটেল আর গান্ধীজির বিরোধীতা করেছিল।

ওই বক্তব্যের পরই আরএসএস কর্মীরা তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। উল্লেখ্য, আজ বুধবার রাহুলের আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে রাহুল হাজির না হওয়ায় আদালত উস্মা প্রকাশ করেছেন। এসময় আদালত রাহুলের আইনজীবীকে বলেন, আগামী শুনানির দিন অবশ্যই রাহুলকে অবশ্যই আদালতে হাজির থাকতে হবে।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি