ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট

র‍্যাঙ্কিংয়ের ওঠা-নামার লড়াই শুরু হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৪, ২২ নভেম্বর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে কয়েকদিন আগে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। মজার বিষয় হচ্ছে- এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করবে দুই দলের র‍্যাঙ্কিংয়ের ওঠা-নামা। আজ ২২ নভেম্বর  চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট।
র‌্যাংকিংয়ে এগিয়ে। সর্বশেষ সিরিজের ফলও বলছে, আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে পরিষ্কার ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ। তবে যত সহজে ফেবারিট বলে দেয়া যাচ্ছে, প্রতিপক্ষকে তত সহজ ভাবছেন না সফরকারি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট।
বিস্তর ফারাক হয়তো নয়। তবে টেস্টে বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে ওয়েস্ট ইন্ডিজ। তারা র‌্যাংকিংয়ে আটে, বাংলাদেশ নয়ে। দুই দলের মুখোমুখি সর্বশেষ সিরিজে তো ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। জুলাইয়ে ঘরের মাঠে সফরকারিদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তবে সেটা ছিল তাদের নিজেদের মাঠে। আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়ে শুরু সিরিজে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠের টাইগারদের কাছ থেকে তাই বড় চ্যালেঞ্জই আশা করছেন ব্রেথওয়েট।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্ট ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩০ নভেম্বর থেকে বসছে। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। দিবা-রাত্রির প্রথম ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর, বেলা ২টায় শুরু হবে। ঠিক দুদিন পর ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডেও একই ভেন্যুতে হবে, ১৪ ডিসেম্বর।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। এরপর ২০ ডিসেম্বর দ্বিতীয় এবং ২২ ডিসেম্বর তৃতীয় ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলায়।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি