ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

লক্ষ্মীপুরের ৪৮টি বীজাগারে ভূতুড়ে পরিবেশ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৩৭, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর জেলায় ৪৮টি বীজাগার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে। দেয়াল ছাদের পলে তারা খসে ঝোপ-ঝাড় তৈরি হওয়ায় বিরাজ করছে ভূতুড়ে পরিবেশ।

একইসাথে বেদখল হয়ে যাচ্ছে বীজাগারের জমি। আর তা উদ্ধার করতে কৃষি বিভাগ নামমাত্র মামলা করেই দায় এড়াচ্ছে।

ষাটের দশকে লক্ষ্মীপুরের ৫২টি ইউনিয়নে একটি করে বীজাগার নির্মাণ করে কৃষি বিভাগ। এসব বীজাগারে সরকারিভাবে সার, বীজ ও কীটনাশক সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণ করা হতো। পরে ডিলারের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক খোলাবাজারে বাজারজাত করা হলে বন্ধ হয়ে যায় বীজাগারগুলো।

লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে এমন বেশ কয়েকটি  বীজাগার জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায়। বেদখল হয়ে গেছে ভুমি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. সফি উদ্দিন জানান, জমি উদ্ধারে কাজ চলছে।

বীজাগারগুলো সংস্কার করার পাশাপাশি কৃষি পরামর্শকেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর।

 

ভিডিও লিংক:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি