ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

লাকমল তোপে গুঁড়িয়ে গেল কিউরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:১৩, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

গলে টেস্টের প্রথম দিনে আকিলার স্পিন বিষেই নীল হয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন সকালে শেই বিষে আগুন দিয়েছেন সুরঙ্গা লাকমল। যাতে গুড়িয়ে যায় রস টেলরের প্রতিরোধ আর কিউইরা অলআউট হয় আড়াইশ'র আগেই। জবাবে ১৫৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুকছে শ্রীলঙ্কা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫৫ রান। ক্রিজে আছেন এ্যাঞ্জেলো ম্যাথিউজ ৪৭ রানে। 

আউট হয়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ৩৯ রানে, লাহিরু থিরিমান্নে ১০ রানে, কুশল মেন্ডিস ৫৩ রানে, কুশল পেরেরা ১ রানে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ৫ রান করে। এর মধ্যে প্রথম তিন জনসহ চারজনই শিকার হয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেলের ঘূর্ণিতে। আর চতুর্থজন ফিরেছেন ট্রেন্ট বোল্টের শিকার হয়ে। 

এর আগে বুধাবার টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসে একাই ধস নামান তরুণ স্পিনার আকিলা ধনাঞ্জয়া। তবুও একাই লড়াই চালিয়ে দলকে বড় সংগ্রহের আশা বাঁচেয়ে রাখেন টেলর। বৃষ্টিবাধায় প্রথম দিন ২২ ওভার খেলা কম হলেও দিন শেষে প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ২০৩ রান করে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৮৬ রানে টেলর এবং মিচেল স্যান্টনার আট রানে অজেয় থেকে দিনের খেলা শেষ করেন।

তবে আজ বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ফিরে যান নির্ভরতার প্রতীক টেলর। কোন রান যোগ না করেই লাকমলের শিকার হন তিনি। লঙ্কান পেসারের সেই শুরু। এর পর একে একে তোপ দেগে তুলে নেন শেষ তিন উইকেট। এর মধ্যে ৮৪তম ওভারেই পরপর দুই উইকেট নিয়ে শেষ করে দেন কিউই ইনিংস। শেষ পাঁচ উইকেটের মধ্যে শুধু টিম সাউদি বেঁচে যান তার তোপ থেকে। রান আউটের শিকার হন তিনি। 

যার ফলে ৪৬ রান যোগ করেই শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। অর্থাৎ সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২৪৯। 

আগের দিন ১০ ওভারে ১৪ রান দিয়ে কোন উইকেট না পাওয়া লাকমল এদিন সকালেই মাত্র ৫.২ ওভার হাত ঘুরিয়েই তুলে নেন ৪টি উইকেট, রান দেন ১৫টি।

এর আগে নিউজিল্যান্ডের শুরুটা দারুণ ছিল। দুই ওপেনার জিত রাভাল ও টম লাথাম উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৪ রান। লাথামকে বিদায় করে জুটি ভাঙেন ধনাঞ্জয়া। সেই ওভারেই নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন কোনো রান না করেই ফিরে গেছেন সাজঘরে। ৭১ রানের মধ্যে কিউইদের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন রাভাল।

বাইশ গজ ছাড়ার আগে ৩৩ রান করেছেন রাভাল। আদর্শ টেস্ট মেজাজে খেলতে থাকা তার সঙ্গী লাথাম সাজঘরে ফিরে গেছেন ৩০ রানে। দারুণ শুরুর পর প্রথম সেশনের শেষ দিকে সাত রানের ব্যবধানে তিন উইকেট কঠিন বিপর্যয়ে পরে নিউজিল্যান্ড। হেনরি নিকোলসকে নিয়ে শত রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন টেলর।

এই প্রতিরোধও গুঁড়িয়ে দিয়েছেন ধনঞ্জয়া; ৪২ রান করা নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লঙ্কান অফ স্পিনার। খানেক বাদে নতুন ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকেও একই পরিণতি দেন ধনঞ্জয়া। টেস্ট ক্যারিয়ারে এনিয়ে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নিলেন তিনি।

এক প্রান্ত আগলে রেখে নিউজিল্যান্ডকে আশা দেখাতে থাকেন টেলর। তৃতীয় সেশনের চা-বিরতির পরপর আকাশ ভেঙে বৃষ্টি নামে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাতে থামল ধনঞ্জয়ার স্পিন ভেলকি। স্বস্তি পেল নিউজিল্যান্ডও!

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি