ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

শপথ নিলেন রসিক মেয়র মোস্তফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক)নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। সকালে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের রংপুর সিটির উন্নয়নে কাজ করার নির্দেশ দেন।

এ সময় সবার সার্বিক সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এর আগে রংপুর সিটির প্রথম নির্বাচন হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। ওই নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি