ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শপিং ব্যাগে কন্যা শিশুকে ফেলে চলে গেছে মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৪০, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীর তানোরে পরিত্যক্ত শপিংব্যাগে লাল কাপড় মোড়ানো অবস্থায় এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে তানোর পৌর এলাকার গুবিরপাড়ার থেকে ওই শিশুকে উদ্ধার করেছে তানোর  থানা পুলিশ।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে। সেখান থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নেওয়া হয়।

তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্থানীয় এক নারী রাস্তার ধারে পরিত্যক্ত শপিংব্যাগের ভেতরে কান্নারত অবস্থায় ওই নবজাতকে পান। এসময় লাল কাপড়ে মোড়ানো ওই শিশুকে কোলে তুলে নেন ওই নারী।

তিনি আরও বলেন, ওই শিশুর বয়স আনুমানিক পাঁচ মাস। ধারণা করা হচ্ছে-তাকে ফেলে গেছে স্বজনরা। তবে তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম গণমাধ্যমকে  বলেন, আছিয়া বেগম নামের স্থানীয় এক নি:সন্তান নারী ওই শিশুটিকে নিতে চান। তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি