ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

শর্তসাপেক্ষে জাতীয় দলে ফিরছেন সাকিব, বোর্ডে সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাকিবের ফেরার ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্তের কথা বলা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বোর্ডের এই সিদ্ধান্তে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিট; আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সমযে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেন টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দিবে প্রয়োজন মতো।

সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।

সাকিবকে বোর্ড সবুজ সংকেত দিলেও জাতীয় দলে তার নিয়মিত খেলা নিয়ে সরকার থেকে এখনও চূড়ান্ত কোনও নির্দেশনা আসেনি। সাকিবের বিরুদ্ধে থাকা ব্যক্তিগত ও আইনি সমস্যাগুলো সরকার কীভাবে দেখবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আমজাদ হোসেন জানান, ‘আমাদের সভাপতিকে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করতে। সাকিবের ব্যক্তিগত সমস্যাগুলো তার নিজস্ব। সেগুলো সরকার কীভাবে মোকাবিলা (ফেস) করবে, তা সরকারের সিদ্ধান্ত। তবে আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি— এটাই হলো মূল কথা।’

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসয়ে আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে, সেই প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সঙ্গে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। বিসিবি প্রেসিডেন্টকে বলা হয়েছে, এ বিষয়টার সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে সেটা নিজস্ব, সেগুলো যদি সরকার এলাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি