ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শামিকে বললেন ‘নির্লজ্জ বখাটে’

প্রকাশিত : ২১:৪৩, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। চেতন শর্মার পর বিশ্বকাপে হ্যাটট্রিক করে গড়েছেন নতুন রেকর্ডও।

শামির আগুন ঝরা বোলিংয় দিয়ে আফগানিস্তানকে বিধ্ধস্ত করে গোটা দেশবাসীর মন জিতলেও খুশি করতে পারেনি স্ত্রী হাসিন জাহানকে। তার চোখে শামি এখনও ‘খলনায়ক’ই রয়েছেন।

ম্যাঞ্চেস্টারের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জন্য শামি যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে শামিকে ফের আক্রমণ করে বসলেন হাসিন জাহান। আক্রমণের বিষয় শামির টিকটক প্রোফাইলে অন্য মহিলাদের উপস্থিতি। বুধবার করা সেই পোস্টে শামিকে ‘নির্লজ্জ-বখাটে’ বলে সরাসরি আক্রমণ করেছেন তিনি।

শামিকে আক্রমণ করে সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বখাটে শামি টিকটকে অ্যকাউন্ট খুলেছে। সে ৯৭ জনকে ফলো করে, তাদের মধ্যে ৯০ জনই মহিলা।’

এর পরই শামিকে, ‘নির্লজ্জ বখাটে’ বলে আক্রমণ করে তিনি বলেছেন, ‘এক বাচ্চার বাবার কোনও লজ্জা শরম নেই। ছিঃ ছিঃ।’ এই পোস্টের পাশাপাশি শামি যাদের টিকটকে ফলো করেন তাঁদের তালিকার স্ক্রিনশটও দিয়েছেন হাসিন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি