ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

শার্শায় ট্রাকের ধাক্কায় দুই বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১০ মার্চ ২০১৮

যশোর শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় উপজেলার  বাগআঁচড়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আলমগীর হোসেন মেয়ে বাগআচড়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজা (১১) এবং একই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ইব্রাহিম হোসেনের মেয়ে জেরিন (১০)। তাদের দুজনের বাড়ি বাগআঁচড়া ইউনিয়নের বাইড়ী গ্রামে। সম্পর্কে তারা আপন ফুপাতো ও মামাতো বোন।

এ ব্যাপারে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হুমায়ন কবীর গণমাধ্যমকে জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগনিকে নিয়ে সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাজারে পৌঁছালে বিপরিদ থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থী মারা যান। স্থানীয়রা প্রভাষক আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

আর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি