ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

'শুধু সংগঠন নিষিদ্ধ করে জঙ্গিদের নির্মূল করা যাবে না'

প্রকাশিত : ১২:২৩, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১২:২৩, ১২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মতাদর্শ ধ্বংস করা সম্ভব না হলে শুধু সংগঠন নিষিদ্ধ করে জঙ্গিদের নির্মূল করা যাবে না বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিনেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে ও কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলা তারই প্রমাণ। আর সম্প্রতি জঙ্গিদের হাতেনাতে গ্রেপ্তার হওয়ার ঘটনায় বড় ধরণের নাশকতা পরিকল্পনার তথ্যই বেরিয়ে আসছে বলে জানিয়েছে পুলিশ। গত তিন বছরে ৯ জন ব্লগার, প্রকাশক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধিকার কর্মী হত্যার দায় স্বীকার করে আলোচিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। আল কায়েদার বাংলাদেশ শাখা হিসেবে দাবি করা সংগঠনটিকে গত ৫ মার্চ নিষিদ্ধ করে সরকার। তবে শুধু সংগঠন নিষিদ্ধ করেই জঙ্গি দমন সম্ভব নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ। কার্যকর ব্যবস্থা নেয়া না হলে সংগঠন নিষিদ্ধ হওয়ার পরও জঙ্গিরা কুমিল্লা ও গাজীপুরের মতো হামলা চালাবে বলে মন্তব্য করেন তিনি। ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস তল্লাশীর সময় টহল পুলিশের উপর হামলা করে জেএমবি জঙ্গিরা। হাতেনাতে ধরা পড়ে ২ জঙ্গী। ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তাদের। গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৮ মার্চ চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। অস্ত্র ও বিস্ফোরকসহ ধরা পড়ে এক জঙ্গি। ৬ মার্চ গাজীপুরের টঙ্গীতে ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলার সময় হাতেনাতে ধরা পড়ে মাদ্রাসা ছাত্র মোস্তফা কামাল। পরে নরসিংদী থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি