ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের আনুমানিক ১০০ জন গ্রান্ডমাস্টার নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে দাবা ফেডারেশন।

মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতাটির আয়োজন। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতাটি চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

দাবাড়ুরা এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা আসরটিতে অংশ নিবেন। এদের মধ্যে রয়েছেন ৩২ জন পুরুষ, ১ জন মহিলা গ্রান্ডমাস্টার ও ২০ জন আন্তর্জাতিক মাস্টার। 

বাংলাদেশের ৫ জন গ্রান্ডমাস্টারের মধ্যে নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান এবং এনামুল হোসেন রাজীব অংশ নিবেন আসরটিতে।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ৫৫ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার রাখা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া রানারআপ ৭ হাজার, তৃতীয় স্থান অধিকারী পাবেন ৫ হাজার মার্কিন ডলার।

এর বাইরে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য থাকছে ১০ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি