ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৩০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৭:৫৩, ৩০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে ৭ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। মাত্র ৩২ রানের মধ্যে টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।

ব্যাটিংয়ে নেমেই ৫ রান 'উপহার' পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালে কয়েকবার ক্রিজের মাঝ দিয়ে দৌড়ে শাস্তি পান মুতুসা। এ কারণে পেনাল্টি থেকে ৫ রান পেয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ।

তবে এই পাঁচ রান টাইগার শিবিরে স্বস্তি নিয়ে আসেনি। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। রাবাদার লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কট বিহাইন্ড হন সাদমান। শুরুতে আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নিয়ে তাকে ফেরায় সফরকারীরা।

এরপর জাকির হাসানও টিকতে পারেননি। তিনিও রাবাদার শিকার। মাত্র ২ রান করে ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার।

ইনিংসের ষষ্ঠ ওভারে পিটারসনকে কাভার ড্রাইভে চার হাঁকান ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে পরের বলেই দ্বিতীয় স্লিপে মার্করামের হাতে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটার।

এরপর নাইট ওয়াচম্যান হিসেবে হাসানকে নামায় বাংলাদেশ। তবে তিনিও থিতু হতে পারেননি। কেশব মহারাজের ঘূর্ণিতে খেই হারানোর আগে ৭ বলে ৩ রান করেন তিনি। 

এর আগে, বাংলাদেশের বোলারদের হতাশায় পুরিয়ে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেন টনি ডি জর্জি। এ ছাড়াও সেঞ্চুরি করে ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার।

বাংলাদেশের হয়ে তাইজুল একাই ৫ উইকেট নেন। বাকি এক উইকেট নেন পেসার নাহিদ রানা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি