ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুর ধাক্কা সামলে বড় লক্ষ্যেই ছুটছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে পাওয়ার প্লে-তে ৩৬ রান সংগ্রহ করা শ্রীলঙ্কা ১০ ওভারে তুলেছে ৬৩ রান। ৯ উইকেট হাতে রেখে দলটি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় স্কোরই গড়তে চাইবে নিশ্চিত।

এর আগে পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ওপেন করতে নামেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস। প্রথম ওভারে আসে মাত্র ২ রান। দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খায় লঙ্কা ব্রিগেড। ৬ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে মার্শের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। 

তার পরিবর্তে ক্রিজে আসেন ধনাঞ্জয়া ডি সিলভা। ধাক্কা সামলে নিসাঙ্কার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৮ বলে গড়েন ৬৯ রানের ভিত গড়া জুটি। যে ভিতে ভর করে এখন বড় লক্ষ্যেই ছুটছে দাসুন শানাকার দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। 

ধনাঞ্জয়া ২২ বলে ২৬ করে অ্যাস্টন আগারের শিকার হয়ে ফেরেন। তবে নিসাঙ্কা ক্রিজে আছেন ৪১ বলে ৩৫ রান নিয়ে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি