ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শোয়েব, আমি তোমার জন্য গর্বিত, টুইটে সানিয়া

প্রকাশিত : ১৯:১৮, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

লর্ডসের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলা শেষেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এ উপলক্ষে তার স্ত্রী সানিয়া মির্জা টুইট করে লেখেন, শোয়েব আমি তোমার জন্য গর্বিত।

বিশ্বকাপে খুব ভালো ফর্মে ছিলেন না শোয়েব মালিক। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মূল একাদশে জায়গাও পাননি। যদিও ফিল্ডিং করার জন্য অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন শোয়েব। অনেক ম্যাচের জয়ের নায়ক শোয়েব মালিককে ‘গার্ড অব অনার’ দিয়ে সতীর্থরা তার বিদায়ক্ষণকে স্মরণীয় করে রাখেন।

বিদায় বেলায় টুইট করে শোয়েব মালিক ধন্যবাদ জানান তাঁর ভক্তদের। এই সময় তার স্ত্রী সানিয়া মির্জাও পিছিয়ে নেই। তিনি টুইট করে লেখেন, সব কাহিনীরই একটা শেষ আছে। তবে জীবনে সব শেষের মধ্যেই যে শুরুর ইঙ্গিত থাকে। গত ২০ বছর ধরে তুমি সম্মানের সঙ্গে দেশকে গর্বিত করেছো। তুমি যা অর্জন করেছো তা নিয়ে তো বটেই, তোমাকে নিয়েও আমি গর্বিত।

পাক-অলরাউন্ডার একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে আরও বেশি করে টি-টুয়েন্টি ফরম্যাটে মনোযোগ দিতে চান। আরও বেশি করে সময় দিতে চান পরিবারকে। ২০০০ সালের আগে খেলা শুরু করা প্লেয়ারদের মধ্যে যে শেষ কয়েকজন খেলা চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শোয়েব।

এএইচ/কেআই

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি