শ্বাসরুদ্ধকর ম্যাচে চ্যাম্পিয়ন নাদাল
প্রকাশিত : ১১:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

ইউএস ওপেনে একের পর এক অঘটনের শিকার হয়েছেন জেকোভিজ, রজার ফেদেরার সহ নামীদামী তারকারা। মেয়েদের সিঙ্গলসে হেরে যান সেরেনা উইলিয়ামসও। কিন্তু রবিবার রাতে পুরুষদের ইউএস ওপেন ফাইনালে আর কোন অঘটন ঘটতে দিলেন না, চ্যাম্পিয়ন হয়েই ফিরলেন রাফায়েল নাদাল।
তবে এই জয় খুব সহজে পায়নি নাদাল। প্রায় ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধ ম্যাচে নাদালের কাছে হার মানতে হয় রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে। পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬ ও ৬-৪ সেটে ইউএস ওপেনের শিরোপা জিতে নেন স্প্যানিশ তারকা নাদাল।
যদিও ফাইনালের এই ম্যাচে প্রথম দুটি সেট জিতে নাদাল বেশ ফুরফুরে ছিলেন। কিন্তু নাদালের এই ফুরফুরে ভাব বেশিক্ষণ থাকতে দেননি মেদভেদেভ। পরের দুটি সেটই জিতে নেন মেদভেদেভ। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। ম্যাচের নির্নায়ক এই সেটের জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়ে শেষমেশ জিতে যান রাফায়েল নাদালই।
২০০৩ সালে ইউএস ওপেনে খেলা শুরু করেন নাদাল। ২০১০ সালে প্রথমবারের মতো জেতেন এই টুর্নামেন্ট। এর পর ২০১৩ এবং ২০১৭ সালে ফের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন এই স্প্যানিশ তারকা। আর এবারের জয় নিয়ে চতুর্থবারের মতো ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে জন ম্যাকেনরোর চার বার ইউএস ওপেন জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেললেন নাদাল।
এএইচ/