ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

শ্রীলঙ্কাকে মুরালিধরনের পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ১৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বকাপের প্রথম রাউন্ডে উত্তীর্ণ চার দল অংশ নিবে আগেই সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া ৮ দলের বিপক্ষে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকেও এবার খেলতে হবে প্রথম পর্বে। লঙ্কান স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন তার দেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আইসিসির এক সাক্ষাৎকারে।

সুপার টুয়েলভে সরাসরি জায়গা না পাওয়া প্রসঙ্গে মুরালিধরন বলেন, ‘এই দলকে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে। গত পাঁচ ছয় বছরে এই দল নিচের দিকে নেমেছে। আমাদের ইতিহাসে প্রথমবার এমনটা হলো। খোলাখুলি বললে, আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারিনি বলেই এখন এই অবস্থানে। কিন্তু সুপার টুয়েলভে দলকে তোলার মতো খেলোয়াড় আছে আমাদের। কিন্তু প্রথমে তাদের সেই বাধা পেরোতে হবে।’

দাসুন শানাকার নেতৃত্বে এই দলে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিষ ঠিকাসানার মতো স্পিনাররা। তাদের নিয়ে প্রচুর আশাবাদী স্পিন লিজেন্ড। 

তিনি বলেন, ‘স্পিনাররা খুব ভালো, কিন্তু ব্যাটিং কিছুটা দুর্বল। কিন্তু তারা যদি মানসম্মত রান স্কোরবোর্ডে আনতে পারে, তাহলে বোলাররা প্রতিপক্ষকে ঠেকাতে পারবে। এটা করতে পারলে আমার মনে হয় তারা কিছু কিছু দলকে চমকেও দিতে পারবে।’
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি