ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কাকে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল নামিবিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৫৯, ১৬ অক্টোবর ২০২২

১৬ বলে ৩১ রান করার পথে স্মিতের একটি ছক্কা

১৬ বলে ৩১ রান করার পথে স্মিতের একটি ছক্কা

Ekushey Television Ltd.

লড়াইয়ে শুরুতেই পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠেছিল। লঙ্কান বোলিংয়ের সামনে তেড়েফুঁড়ে ব্যাট চালাতে গিয়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইন। তবে দুই অভিজ্ঞ জ্যান ফ্রাইলিঙ্ক ও জে জে স্মিতের ব্যাটে শেষ পর্যন্ত এশিয়ান জায়ান্টদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় নামিবিয়া।

রোববার নামিবিয়া ও শ্রীলঙ্কার এই ম্যাচ দিয়েই মাঠে গড়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিলংয়ের এন্ড্রু সাইমন্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলে গেরহার্ড এরাসমাসের দল।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে জ্যান ফ্রাইলিঙ্কের ব্যাট থেকে। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে তার ২৮ বলের এই ইনিংসে ছিল ৪টি দর্শনীয় চারের মার। 

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে জে জে স্মিতের ব্যাট থেকে। সমান দুটি করে মারা চার-ছক্কায় মাত্র ১৬ বলের ক্যামিও ইনিংসটি খেলেন ৮ নম্বরে নামা এই হার্ডহিটার।

মূলত ৭ম উইকেটে এই দুজনের ৩৩ বলে যোগ করা ৬৯ রানের জুটিতেই চ্যালেঞ্জিং ওই স্কোর পায় আফ্রিকার দেশটি।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন দুশমন্থা চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।

পরের ওভারের একেবারে শেষ বলটি ছিল গুড লেন্থের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে নামিবিয়ার। যাতে ১৫তম ওভারের দ্বিতীয় বলেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসে দলটি, ৯৩ রান তুলতেই।

দলীয় ওই অবস্থা থেকেই দাপটের সঙ্গে জুটি বেঁধে লঙ্কান বোলারদের মোকাবেলা করে দলকে শেষ পর্যন্ত টেনে নেন জ্যান ফ্রাইলিঙ্ক ও জে জে স্মিত।

এই দুজন ছাড়া এদিন দলের পক্ষে স্টিফেন বার্ড ২৬ এবং লফটি ইটন ও দলনায়ক গেরহার্ড এরাসমাস ২০ রান করে আউট হন। তবে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফেরেন আলোচিত সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড উইসে। 

লঙ্কান বোলারদের মধ্যে এদিন প্রমোদ মদুশান ২টি এবং থিকসানা, চামিরা, হাসারাঙ্গা ও করুনারত্নে ১টি করে উইকেট লাভ করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি