ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সন্দ্বীপে পাঁচ কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পাঁচ পৌর কাউন্সিলরের বাড়িতে একযোগে হামলার অভিযোগ উঠেছে।

রোববার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুদ্দিন মাহি, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক মাহমুদ ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কাউন্সিলররা অভিযোগ করেন, তাদের প্রত্যেকের বাড়িতেই ১৫-২০ জন সন্ত্রাসীর একটি করে দল হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের বাড়িতে ভাংচুর করে। পাশাপাশি তাদের কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তারা। সন্ত্রাসীরা কাউন্সিলরদেরকে এক ঘণ্টার মধ্যে তাদের পরিবার পরিজন নিয়ে সন্দ্বীপ ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেয় বলে এমন অভিযোগ করেন। 

 ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক মাহমুদ জানান, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে তিনি বিষয়টি অবহিত করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তারা তাকে জানিয়েছেন।

কাউন্সিলরদের বাড়িতে হামলার বিষয়ে অভিযোগ করে সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ টিটু বলেন, `আজ সকালে সাংসদের অনুসারী একদল সন্ত্রাসী পাঁচ পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা চালায়। কাউন্সিলররা অনেকে বাড়ি ছেড়ে দিয়েছেন। এতে করে পৌরসভার নিয়মিত কাজে প্রভাব পরেছে। এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।``

এই অভিযোগ অস্বীকার করে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, ``এই হামলার অভিযোগ সত্য নয়। তার কোনো অনুসারী কাউন্সিলরদের ওপর হামলা চালায়নি। সন্দ্বীপে সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি মহল আমার বিরুদ্ধে  অপপ্রচার চালাচ্ছে।এই অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।``  

সন্দ্বীপ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ``আমরা সরেজমিনে কাউন্সিলরদের বাড়ি পরিদর্শন করেছি। তাদের বাড়িতে কয়েকজন লোক গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাছ করেছে বলে তাদের কাছ থেকে এমন অভিযোগ আমরা পেয়েছি। তবে হামলা কিংবা ভাংচুরের কোন আলামত পাওয়া যায়নি।`` 

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি