ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সবজির বাজারে আগুন, বেড়েছে চালের দামও (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বাজারে এসেছে শীতের সবজি। তবে দামে উত্তাপ। আলু ও পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মিনিকেট চালের দর। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের।
 
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চালের দাম আরেক দফা বেড়েছে। কেজিতে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। তবে মোটা চাল আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে।

চাল বিক্রেতা বলছেন, ‘পনের দিন আগে যে মিনিকেট চাল বিক্রি হতো ৫২ থেকে ৫৩ টাকা কেজি, তা এখন ৫৭ থেকে ৫৮ টাকা।’
এদিকে কমেছে আলুর দাম। ৬০ টাকার আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ৯০ টাকা, আমদানি করা পেঁয়াজের কেজি  ৮০ টাকা। খুচরা বিক্রেতা বলছেন, ‘ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আর দেশি পেঁয়াজ ৯০ টাকা ও দেশিয় হাইব্রিড ৮৫ টাকা কেজি।’

বাজারে এসেছে শীতের সবজি। তবে দামে এখনও আসেনি স্বস্তি। সিম একশ টাকা, বেগুন ৭০ থেকে ৮০, টমেটো ১শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট আকারে ফুলকপি প্রতি পিস ২৫ থেকে ৩০, বাধা কপি ৪০ টাকা। 

ক্রেতা সাধারণরা বলছেন, ‘প্রত্যেকটি পণ্যেরই দাম বেশি। সবজি সবকিছুর দামই তুলনামূলক অনেক বেশি।’

খুচরা বিক্রেতা বলেন, ‘কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমেছে। তবে, অনেক জায়গায় বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় অন্যান্য সবজিতে সামান্য বেড়েছে।’

ইলিশ না থাকায় চাহিদা বেড়েছে অন্যন্য মাছের। তবে সব ধরনের মাংশের বাজার স্থিতিশীল। 

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি