ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে স্বর্ণের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:০৫, ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ববাজারে সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম।  আউন্স প্রতি এর দাম সাড়ে তিন হাজার পাউন্ডের রেকর্ড অতিক্রম করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫২ দশমিক ৫২ ডলারে। তবে সেশনের শুরুতে এটি রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছিল।

আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬৪ দশমিক ৫০ ডলারে বেচাকেনা হচ্ছে।

মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শেয়ার বাজারগুলোর সাম্প্রতিক পতনের কারণে স্বর্ণের বিনিয়োগের পরিমাণ অনেকে বেড়ে যাওয়ার কারণেই এভাবেই দাম বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব কি বিশ্বব্যাপী দেখা যেতে পারে বলেই আশঙ্কা আছে। একইসঙ্গে সিংহভাগ অর্থনীতিবিদ মনে করেন এই প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে।

সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। বাজারে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ মনে করে স্বর্ণ কেনায় ঝোঁকার কারণেই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অর্থনৈতিক সংকটকালে নিরাপদ বিনিয়োগ স্বর্ণকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি