ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক প্রণব চক্রবর্তীর মায়ের পরলোকগমনে ডিআরইউ’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও একুশে টিভির স্টাফ রিপোর্টার প্রণব চক্রবর্তীর মা বন্দনা চক্রবর্তী আর নেই। রোববার ১৮ জুলাই ভোর ৬টার দিকে নড়াইলের লোহাগড়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন তিনি। গত কয়েকদিন ধরে তিনি শারীরিক নানা রোগে অসুস্থ ছিলেন।

রোববার বিকেল ৪টার দিকে নড়াইলের লোহাগড়াস্থ স্থানীয় শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, তিন ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রণব চক্রবর্তীর মা বন্দনা চক্রবর্তীর পরলোকগমনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি