ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সিকৃবি’র হলের খাবারে তেলাপোকা!

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২৩:২৯, ২২ সেপ্টেম্বর ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বঙ্গবন্ধু হলের খাবারে তেলাপোকা পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টম্বর) দুপুরে ওই হলের খাবারের বাটিতে তোলপোকা দেখতে পাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরের খাবারের জন্য বাটি খোলার পর ভাতের মধ্যে তেলাপোকা দেখতে পাওয়া যায়। পরে সেটার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে দিলে শুরু হয় তোলপাড়। 

এর আগে গত শুক্রবার রাতের খাবারের সবজির বাটির মাঝেও তেলাপোকা পাওয়ার কথা বলেছেন শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সময় হলের খাবারের মধ্যে তেলাপোকা, তেলাপোকার পায়খানা, লোহা, গুণার তারসহ বিভিন্ন রকম জিনিস পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডাইনিং ম্যানেজারের দায়িত্বে পালন করছে কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফি ও শাহরিয়ার। 

ভুক্তভোগী ভেটেরিনারি অনুষদের শেষ বর্ষের ছাত্র ওয়াসকুরুনী নিলয় বলেন, ডাইনিং এর খাবারের মধ্যে তেলাপোকা পেয়েছি। অতীতেও এমনটি হয়েছে, হলের খাবারের মধ্যে তেলাপোকাসহ নানা বর্জ্য জাতীয় পদার্থ পাওয়া যায় যা আমাদের জন্য খুব ক্ষতিকর। এ ব্যাপারে হল কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে। খাবারের সমস্যার আশু সমাধান কামনা করছি।

বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট কিশোর কুমার সরকার বলেন, ডাইনিং তো আমরা হল প্রভোস্টরা চালায় না, হলের ছাত্র প্রতিনিধিরাই ডাইনিং চালায়। আমাদের কাছে কোন অভিযোগ আসলে ডাইনিং ম্যানেজারের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করার চেষ্টা করবো। 

তবে অভিযোগের তীর ডাইনিং বালকদের দিকে ছুঁড়ে দিয়ে বাবুর্চি মাদরাজ বলেন, হলের খাবার রান্না করে  ভালোভাবে ঢেকে রাখা হয়। ডাইনিং বালকরা দুষ্টুমি করে খাবারের বাটিতে তেলাপোকা দিয়ে দিতে পারে বা বাটিতে খাবার দেওয়ার সময় তেলাপোকা পড়তে পারে।

বিষয়টি অস্বীকার করে ডাইনিং বালক হোসাইন বলেন, বাটিতে কোনভাবেই তেলাপোকা আসতে পারে না। ছাত্ররা নিজেরায় খাবারে তেলাপোকা দিয়ে ছবি উঠিয়েছে।

এ বিষয়ে ডাইনিং ম্যানেজার রাফিউল ইসলাম রাফি বলেন, ডাইনিংয়ে পর্যাপ্ত লাইট নাই। স্যারদের বারবার বলার পরও এগুলা সারানোর কোন পদক্ষেপ নেন নাই। যার ফলে এখানে খাবারে তেলাপোকা আসতেই পারে। এর দায়ভার স্যারদেরই নিতে হবে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি