ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সিনেমায় ওয়াসিম আকরাম দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো রুপালি পর্দায় নাম লেখাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম দম্পতি।

জানা গেছে, অভিনয়ে সম্মতি জানিয়ে চুক্তি সই করেছেন ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা।

কমেডি ঘরানার সিনেমার নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’। এটি পরিচালনা করবেন ফয়জল কুরেশি। তিনি দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করলেও এ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে। ফয়জলের সঙ্গে আকরাম খানের আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। অতীতে তার বানানো একাধিক টিভি বিজ্ঞাপনে আকরামকে দেখা গেছে। 

এদিকে ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খানকে। আছেন অভিনেতা মিকাল জুলফিকারও। সামনের নভেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা। মাহিরা খানকেও এ ছবিতে রাখতে চাইছেন পরিচালক। যদিও বিষয়টি চূড়ান্ত হয়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি