ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

সিরাজগঞ্জে শহীদদের গণকবর আজো অবহেলিত-অরক্ষিত

প্রকাশিত : ১৪:৩১, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩১, ১০ মার্চ ২০১৭

যাদের রক্তে স্বাধীন হয়েছে এই দেশ, সিরাজগঞ্জের সেইসব মহান শহীদদের গণকবর আজো অবহেলিত-অরক্ষিত। উল্লাপাড়ার একটি গণকবরের ওপর করা হয়েছে বাড়ি; বানানো হয়েছে শৌচাগার। এ নিয়ে ক্ষোভ আর হতাশা জানিয়েছে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। ৭১’এর ১৫ আগস্ট। শুক্রবার মধ্য রাত। ঘুমিয়ে ছিল উল্লাপাড়ার লাহিড়ীপাড়া গ্রামের মানুষ। রাতের অন্ধকারে তান্ডব চালায় পাকিস্তানী বাহিনী। ব্রাশফায়ারে হত্যা করে এই গ্রামের ১৩ হিন্দু কৃষক ও পাশের গ্রাম চর মোহনপুরের আরও ৩ জনকে। তারপর গোহালা নদীর পশ্চিম তীরে দহকুল ব্রিজের কাছে দেয়া হয় মাটিচাপা। ১৬ শহীদের গণকবরের এই স্থানটিতে অনেক বছর ধরে বাড়ি করে বাস করছেন গ্রামের আব্দুল ওয়াহাব। বানিয়েছেন শৌচাগারও। এই স্থানটির কাছে রাস্তার পাশে একটি ফলক নির্মাণ করা হলেও গণকবরটি সংরক্ষণ না করায় হতাশ ও ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী। গণকবর থেকে দ্রুত শৌচাগার অপসারণে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা চেয়ারম্যান। একাত্তরের ২৭ মে। ভোরে হানাদাররা হানা দেয় বাগবাটি গ্রামে। হত্যা করা হয় শতাধিক নিরপরাধ মানুষকে। মৃত্যুর এই মিছিলে ছিল গ্রামের কালিপদ দত্ত, তার দুই ছেলে ও মেয়ের জামাই। সেদিনের সে কথা মনে করে আজও শিউরে উঠেন তার স্বজন ও গ্রামের মানুষ। জেলার সব গণকবর সংরক্ষণ ও দহকুলা গণকবরের উপর থেকে দ্রুত শৌচাগার অপসারণের দাবি সিরাজগঞ্জবাসীর।  
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি