ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সীমান্ত নিরাপত্তায় ইরাক-ইরানের চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২১ মার্চ ২০২৩

কুর্দি অঞ্চলের সঙ্গে নিরাপত্তা জোরদারে সীমান্ত নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে ইরাক ও ইরান। 

আল জাজিরা জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

বলা হয়েছে, কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছে তেহরান। এ অবস্থায় ইরাকের কুর্দি অঞ্চলের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করাই চুক্তির প্রাথমিক লক্ষ্য। 

বাগদাদ বলছে, কুর্দি অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী ইরানে হামলা চালাতে না পারে, সেজন্য নিরাপত্তা চুক্তির অধীনে ব্যবস্থা নেওয়া হবে। 

চুক্তিটি নিজেদের সম্পর্কোন্নয়নে কাজ করবে বলে মনে করছেন দুই দেশের নেতারা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি