ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

সেমিতে ওঠার অপেক্ষা বাড়লো কিউইদের

প্রকাশিত : ০৯:০৩, ৩০ জুন ২০১৯ | আপডেট: ১০:৪১, ৩০ জুন ২০১৯

পাকিস্তানের পর অজিদের কাছে হেরে সেমিতে ওঠার অপেক্ষা বাড়লো নিউজিল্যান্ডের। আর এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের অবস্থান আরো মজবুত করলো অজিরা।

নিজেদের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা ভোগাচ্ছে রস টেইলরদের।

শনিবার লর্ডসে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। উসমান খাজা আর অ্যালেক্স ক্যারির হাফসেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের পথে আগায় অস্ট্রেলিয়া।  

তবে ট্রেন বোল্টের হ্যাট্রিকে ২৪৩ রানে থেমে যায় অজিরা। দলের পক্ষে উসমান খাজা সর্বোচ্চ ১২৯ বলে ৮৮ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন বোল্ট ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও মিসেল স্টার্কের বোলিং তোপে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি উইলিয়ামসনরা। ৪৩.৪ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৪০ রান করে অধিনায়ক কেন উইলিয়ামসন। অজিদের পক্ষে ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন মিসেল স্টার্ক।

এ হারের ফলে পয়েন্ট তালিকায় বেশ রদবদল হয়েছে। আগের ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে নিজের জায়গা মজবুত করেছে।

আর সমানসংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই থেকে তিনে স্থান চলে এসেছে উইলিয়ামসনরা।

দুই ম্যাচ বাকি থাকতেই কোন ম্যাচ না হারায় দুইয়ে উঠেছে কোহলিরা। তাদের পয়েন্ট ৬ ম্যাচে ১১।

আর আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পাওয়ায় স্বাগতিক ইংল্যান্ডকে সরিয়ে চারে জায়গা করে নিয়েছে সরফরাজরা।

আর ৭ ম্যাচে তিন জয়-পরাজয় আর পরিত্যক্তের ১ পয়েন্টসহ ৭ পয়েন্ট নিয়ে ছয়ে আছে বাংলাদেশ।

গতকালকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সরফরাজদের জয়ের ফলে সেমিতে ওঠার পথটা একটু কঠিন হলো টাইগারদের। সেমিতে উঠতে হলে আগামী ২ ও ৫ জুলাইয়ে অনুষ্ঠিতব্য ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

আই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি