সেমিতে বৃষ্টি, কি ঘটতে যাচ্ছে দু’দলের ভাগ্যে?
প্রকাশিত : ২০:৩৩, ৯ জুলাই ২০১৯

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে শুরু থেকেই ছিলো বৃষ্টির আশঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে অঝোরে বৃষ্টি নামলো কিউইদের ইনিংসের ৪৭তম ওভারে। যার ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে, ইতোমধ্যেই এক ঘণ্টা অতিবাহিত হয়েছে। আর এতেই প্রশ্ন উঠেছে- কি ঘটতে যাচ্ছে দু’দলের ভাগ্যে?
বৃষ্টির আগ পর্যন্ত ৪৬.১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১১ রান। ক্রিজে ফিফিটি হাঁকিয়ে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর। সঙ্গে ৩ রান নিয়ে অপরাজিত আছেন উইকেটকিপার টম ল্যাথাম।
ইতোমধ্যেই এক ঘণ্টা অতিবাহিত হয়েছে বৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে, এই বৃষ্টি যদি আরও ঘন্টা খানেক স্থায়ী হয় তাহলে নিউজিল্যান্ড আর ব্যাট করতে পারবে না। সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়াবে ২৩৭ রান। আর বৃষ্টি যদি আরও বেশি সময় স্থায়ী হয়, সেক্ষেত্রে ২০ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়াবে ১৪৮ রান।
এ ক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে, ভারতের যে ব্যাটিং লাইন আপ এবং যে ধারাবাহিক ফর্ম, তাতে দুটি লক্ষ্যই স্পর্শ করা কোহলি-রোহিতদের জন্য সহজই। তবে বৃষ্টি পরবর্তী ম্যাচে কিউই পেসাররা ভারতীয় ব্যাটিং লাইন আপের পরীক্ষাটা যে ভালোভাবেই নেবে তা বলার অপেক্ষা রাখছে না। ভারতীয় পেসাররাই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
অন্যদিকে, আজ কোনভাবেই যদি মাঠে বল না গড়ায়, সেক্ষেত্রে আগামিকাল একদিন রিজার্ভ-ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। আজ যেখানে যে পর্যায়ে খেলা স্থগিত হবে, কাল সেখান থেকেই পুনরায় খেলা মাঠে গড়াবে।
তবে কালও যদি মাঠ খেলার অনুপযোগী থাকে সেক্ষত্রে গ্রুপ পর্বে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে ছিলো সে দলই ফাইনালে যাবে। এক্ষেত্রে লাভবান হবে ভারত। কেননা, গ্রুপ পর্বে তারাই যে টেবিলের শীর্ষে অবস্থান করছিলো।
এছাড়া এ ম্যাচে যদি খেলা পুনরায় হয় এবং ম্যাচটি শেষ পর্যন্ত টাই হয়। সেক্ষেত্রে সুপার ওভারে নিষ্পত্তি হবে সেমিফাইনাল। ফাইনালেও রয়েছে একই ব্যবস্থা। তাই দর্শক-সমর্থকদের মন খারাপ করার বা চিন্তার তেমন কিছুই থাকছে না। তবে টেনশনের থাকছে অনেক কিছুই। অপেক্ষায় থাকতে হবে কি হয়, না হয়; তা নিয়ে।
এর আগে ১ রানে গাপটিল ফেরার পর জাদেজার ঘূর্ণিতে আরেক ওপেনার নিকোলসকে হারায় কিউইরা। সরাসরি বোল্ড হন এই বাঁহাতি। সাজঘরে ফেরার আগে ৫২ বলে দুই চারে ২৮ রান করেন নিকোলস। এরপর কিউই কাণ্ডারি কেন উইলিয়ামসনকে জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান রিষ্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল।
ফেরার আগে দলের ইনিংসকে মজবুত ভিতের ওপর দাড় করাতে ৯৫ বলে খেলেন ৬৭ রানের অতি ধৈর্যশীল ইনিংস। যাতে চারের মার ছিলো ছয়টি। আর এই ইনিংস খেলে নয় ম্যাচের আট ইনিংসে ব্যাট করে দুটি করে শতক আর অর্ধশতকে চতুর্থ সর্বোচ্চ ৫৪৮ রান করেন কিউই রান মেশিন উইলিয়ামসন।
আজ চলতি বিশ্বকাপের সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। বিশ্লেষকদের চোখে ফাইনালে ওঠার পথে ভারতই ফেবারিট। কিন্তু ইতিহাস চোখরাঙানি দেখাচ্ছে কোহলির দলকে। কেননা বিশ্বকাপে সাতবারের মোকাবেলায় চারবারই জিতেছে কিউইরা। আর ইংল্যান্ডের মাটিতে তিনবার মোকাবেলায় তিনবারই হেরেছে ভারত।
এনএস/কেআই