ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২১ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:৫৫, ২১ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

উয়েফা ইউরোপা লিগ ফুটবলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আন্ডারলেখটকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় ম্যানইউ। ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার হেনরিক। পিছিয়ে পরে আক্রমণের গতি বাড়ায় আন্ডারলেখট। আর প্রথমার্ধেই সমতায় ফিরে তারা। ৩২ মিনিটে সমতায় ফেরানোর গোলটি করেন ফ্রান্স মিডফিল্ডার সোফিয়ান হান্নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর গোল না হলে যোগ হয় আরো অতিরিক্ত সময়। আর ১০৭ মিনিটে রেড ডেভিলসদের হয়ে জয়ের গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রথম লেগে ১-১ গোলে ড্র করে দুদল। দ্বিতীয় গেলে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানইউ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি