ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সেমির আশা জিয়েই রাখলো শ্রীলংকা

প্রকাশিত : ০০:১৪, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়ে সেমির আশা জিয়েই রাখলো শ্রীলংকা। সোমবার লঙ্কানদের দেয়া ৩৩৯ রানের পাহাড় টপকাতে যেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে আগে ব্যাটিং করে বড় স্কোরই দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। তরুণ ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্ডোর অনবদ্য শতকে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে তুলেছে ৩৩৮ রান। ফলে জয়ের জন্য এ ম্যাচে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় লঙ্কান শিবির।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গেইলরা। নিকোলাস পোরানের ১০৩ বলে ১১৮ রান জয়ের আশা জাগালেও ম্যাথিউসের বলে তার বিদায় হলে শেষ ৩১৫ রানে থামে উইন্ডিজের ইনিংস। শ্রীলংকা জয় পায় ২৩ রানে।

এ জয়ের মধ্যদিয়ে শেষ চারে ওঠার ট্রেনে আশা জাগিয়ে রাখলো তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি