ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

সেল্টা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৬:৫১, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রোনালদোর জোড়া গোলে সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
শীর্ষে উঠার লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে ১০ মিনিটেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল। ৪৮ মিনিটে আরো একটি গোল করে ব্যবধান বাড়ান এই পর্তুগিজ ফরোয়ার্ড। ৬৯ মিনিটে সেল্টা ভিগোর হয়ে একমাত্র গোলটি করেন সুইডেন ফরোয়ার্ড জন গিদেত্তি। এর এক মিনিট পরেই রিয়ালের হয়ে আরো একটি গোল করেন করিম বেনজেমা। আর ৮৮ মিনিটে শেষ গোলটি আসে মিডফিল্ডার টনি ক্রসের কাছ থেকে। এই জয়ে বার্সার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো জিদানের শিষ্যরা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি