ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

সোনা জিতেছেন বাকি ও দিশা জুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৫২, ১৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।
রোববার আজারবাইজানের বাকুতে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনে বাকি ও দিশা। এই জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিয়েছেন ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে। প্রথম তিনটি শটে বাংলাদেশের দুই শুটার যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। পরের শটে অবশ্য ইরানি জুটি তুলে নেন ২১ পয়েন্ট। এরপর আবারও টানা দুটি শটে বাকি-দিশা জুটি ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে ছিনিয়ে নেন সোনার পদক।ইসলামিক গেমসে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। এটি শুটিংয়ের নতুন এক ইভেন্ট। এই বছরের শুরুতে দিল্লিতে শুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়েছিল।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি