ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সৌদির পেনাল্টি মিস, চাপে আর্জেন্টিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২৬ নভেম্বর ২০২২

সৌদি আরবের বিপক্ষে বিরতিতে ১-০ গোলে এগিয়ে পোল্যান্ড। জিয়েলিনস্কির গোলে ৩৯ মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড। অন্যদিকে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন সৌদির সালেম আল দাওশারি। ফলে প্রথমার্ধে পিছিয়ে মাঠ ছাড়তে হয় সৌদিকে।

শেষ পর্যন্ত যদি খেলার স্কোরলাইন এটাই থাকে, তাহলে ৩ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে থাকবে আগেই ১ পয়েন্ট পাওয়া পোল্যান্ড। সেক্ষেত্রে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে আরও চাপে পড়ে যাবেন মেসিরা।

এই মুহূর্তে গ্রুপ সি-র শীর্ষে সৌদি আরব। আর্জেন্টিনাকে হারানোয় তাদের পয়েন্ট ৩। পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচ ড্র হওয়ায় দু’দলেরই পয়েন্ট ১। শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের শেষে আর্জেন্টিনা। শনিবার যদি সৌদির বিরুদ্ধে পোল্যান্ড জেতে, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৪। শীর্ষে পৌঁছে যাবেন রবার্ট লেভানডোস্কিরা। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে সৌদি আরব। 

অর্থাৎ মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা নামার আগেই গ্রুপের দু’টি দলের পয়েন্ট থাকবে ৩-এর বেশি। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে জিততেই হবে। তবেই বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকবেন মেসিরা। কোনও কারণে মেসিরা পয়েন্ট নষ্ট করলে তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ কমে যাবে অনেকটাই।

আর্জেন্টিনাকে হারিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন অনেক বেশি আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নেমেছিল সৌদি আরব। প্রথম থেকেই তাদের খেলা দেখে সেটা মনে হচ্ছিল। আক্রমণ বেশি করছিল সৌদি। তাদের আটকাতে শুরু থেকে কিছুটা কড়া ফুটবল খেলা শুরু করে পোল্যান্ড। যার ফলে প্রথম ১৫ মিনিটের মধ্যেই তাদের তিন ফুটবলার হলুদ কার্ড দেখেন।

ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে পোল্যান্ড। জিয়েলিনস্কি, লেভানডোস্কিদের পায়ে আক্রমণ শানাতে থাকে তারা। আক্রমণ, প্রতি-আক্রমনের খেলা চলতে থাকে। গোলের কাছে পৌঁছে গেলেও গোলের মুখ খুলতে পারছিল না দু’দলের কেউই। অবশেষে ৩৯ মিনিটের মাথায় প্রতি-আক্রমণ থেকে প্রথম গোল করে পোল্যান্ড। আক্রমণ শুরু হয় দলের গোলরক্ষক শেজিনির পা থেকে। তার কাছ থেকে বল পান ম্যাটি ক্যাশ। তিনি বল বাড়ান লেয়নডস্কির দিকে। তিনি গোল করতে না পারলেও বক্সের মধ্যে থাকা জিয়েলিনস্কির দিকে বল দেন। ডান পায়ের শটে গোল করেন জিয়েলিনস্কি।

এরপরেই সমতা ফেরাতে পারত সৌদি। দলের স্ট্রাইকার আল শেহরিকে বক্সের মধ্যে ফাউল করেন বিয়েলিক। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। তবে আল দাওশারির দুর্বল শট বাঁচিয়ে দেন শেজিনি। ফিরতি বলে গোল করার সুযোগ ছিল মোহাম্মদ আরব্রিকের কাছে। তার সে শটও বাঁচান শেজিনি। ফলে পিছিয়েই বিরতিতে যায় সৌদি আরব।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি