ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

সৌম্য-তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৪৭, ২৮ জুলাই ২০১৯

সিরিজে সমতায় ফেরার ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য ও তামিমকে হারায় বাংলাদেশ। মালিঙ্গাহীন লঙ্কানদের বিপক্ষেও ব্যর্থ দুই ওপেনারকে হারিয়ে চাপে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে আছে তামিমের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। ক্রিজে আছেন মোহাম্মাদ মিঠুন এবং মুশফিকুর রহিম। ওপেনার তামিম ইকবাল উদানার বলে বোল্ড হয়েছেন ১৯ রানে। ৩১ বলে দুই চারে ওই রান করেন তিনি। 

এর আগে ইনিংসের ষষ্ঠ ওভারে করা নুয়ান প্রদীপের ফুলটস বলে পরাজিত হন ওপেনার সৌম্য সরকার। লেগ বিফোর হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৩ বলে এক চারে ১১ রান আসে ব্যাট হাতে খারাপ সময় যাওয়া এই মারকুটের ইউলো থেকে। 

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ দলে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। পেসার রুবেল হোসেনকে বসিয়ে নেওয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে। প্রথম ওয়ানডেতে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের এ সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে বাংলাদেশকে। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন তাইজুল। ২০১৬ সালের ডিসেম্বরে ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তাইজুল।

বাংলাদেশ দল: 
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি