হাজারীবাগে থাকা সব ট্যানারি বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল
প্রকাশিত : ১৩:৪৭, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ১২ মার্চ ২০১৭
রাজধানীর হাজারীবাগে থাকা সব ট্যানারি বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
ট্যানারি মালিকদের আবেদন নাকচ করে সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে ট্যানারি মালিকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। গত ৬ মার্চ এক আবেদনের শুনানি শেষে অবিলম্বে ট্যানারি সরাতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করাসহ সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন