ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হার বাঁচাল বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

প্রথমার্ধের গোল খেয়ে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। তবে তবে শেষ দিকে মেসির বানিয়ে দেওয়া বলে মুনির আল হাদ্দাদির গোলে রক্ষা পায় এর্নেস্তো ভালভারদের দল।

শনিবার রাতে ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-১ ড্র করল বার্সেলোনা। এই প্রথমবার ভালভারদের বার্সা টানা তিন ম্যাচ জয়হীন থাকল।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ৪১তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। অস্কার দে মার্কোস গোল করে এগিয়ে দেয় বিলবাওকে। জবাবে ৮৪তম মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন মুনির এল হাদাদি।

যোগ করা সময়ে মেসির আরেকটি দারুণ পাস ডি-বক্সে পেয়েছিলেন ইভান রাকিতিচ। কিন্তু উড়িয়ে মেরে জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ নষ্ট করেন ক্রোয়াট মিডফিল্ডার।

সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। চতুর্থ স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ১২।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি