ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে গাফফার চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:০৯, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

একুশের গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক আবদুল গাফফার চৌধুরী অসুস্থ অবস্থায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮৩ বছর বয়সী এই যুক্তরাজ্য প্রবাসী গত ১৯ দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডায়াবেটিস ছাড়াও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছেন এই সাংবাদিক। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু তারপরও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা।

তার মেয়ে জানিয়েছে, গত রোববার একবার এমআরআই করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নিবেন।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি