ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

১৮ আগস্ট থেকে মালয়েশিয়ায় বিমানের বাণিজ্যিক ফ্লাইট শুরু

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ২১:২৪, ১৩ আগস্ট ২০২০

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোভিড-১৯ নির্দেশনা মেনে ৬টি ক্যাটাগরির মধ্যদিয়ে প্রায় পাঁচ মাস পর ১৮ আগস্ট থেকে মালয়েশিয়ায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সে দেশের নাগরিক, চাকরিজীবী, রাষ্ট্রদূত, সেকেন্ডহোম, মালয়েশিয়ান বিবাহিতসহ ৬টি ক্যাটাগরির লোকজন যেতে পারবেন মালয়েশিয়ায়।

আপাতত ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সপ্তাহে দু’দিন ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়াত্ত এ উড়োজাহাজ সংস্থা। বুধবার (১২ আগস্ট) বিমানের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শুক্রবার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিজি০৮৬ ফ্লাইট ঢাকা থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে অবতরণ করবে। 

এছাড়া কুয়ালালামপুর থেকে বিজি০৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে ছেড়ে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।   

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি