ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

৩১ বছর পর স্পেনের মাঠে ইংল্যান্ডের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৬ অক্টোবর ২০১৮

রাশিয়া বিশ্বকাপে সেমিতে বিদায় নেওয়া ইংল্যান্ড ৩১ বছর পর স্প্যানিশদের মাটিতে স্পেনকে হারানোর স্বাদ নিয়েছে। সেইসঙ্গে দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে হার দেখলো স্পেন। 

সেভিয়ায় মঙ্গলবার সকালে উয়েফা নেশন্স লিগে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। স্পেনের বিপক্ষে স্পেনেই ইংল্যান্ডের আগের জয়টা ছিলো ১৯৮৭ সালে। সেবার তারা জেতে ৪-২ গোলে।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৬তম মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে লিড পায় ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। পরে ২৯তম মিনিটে মার্কাস রাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন। আর ৩৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ইংলিশদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন স্ট্রাইকার স্টারলিং। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতি থেকে ফিরি ঘুর দাঁড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৫৮তম মিনিটে পাকো আলকাসেরের গোলে ব্যবধান কমায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে আরও একটি গোল পেলেও হার এড়াতে পারেনি তারা। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সপ্তম মিনিটে গোল করেন সার্জিও রামোস। ম্যাচের স্কোরলাইন ৩-২ হলেও ইংল্যান্ডের কাছে আসলে পাত্তাই পায়নি স্পেন।

এ ম্যাচ হারলেও তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-৪ এ শীর্ষে আছে স্পেন। একটি জয়ে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি