ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৬:৫১, ২৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মাত্র ১৫ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ৬৪ বলে ১০৪ রান করেন গ্লেন ফিলিপ্স।

এদিকে, দুর্দান্ত শুরুর পর বাজে ফিল্ডিং, ক্যাচ ফস্কে কিউয়িদের বড় রানের সুযোগ করে দেয়ার পর ব্যাটিংয়েও হতাশ করছে লঙ্কানরা। 

কিউয়িদের ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই ৪ উইকেট খুইয়ে রীতিমত ধুঁকছে শ্রীলঙ্কা। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির পেস তোপের মুখে একে একে আউট হয়ে ফিরেছেন নিসাঙ্কা (০), মেন্ডিস (৪), ধনাঞ্জয়া (০) ও আসালাঙ্কা (৪)। বোল্ট একাই ৩টি এবং সাউদি একটি উইকেট নিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৬৪ রান। দাসুন শানাকা ১৪ রানে ক্রিজে আছেন।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে লঙ্কান বোলারদের সামনে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি কিউয়িরা। প্রথম ওভারেই মারকুটে ফিন অ্যালেনকে হারিয়ে চতুর্থ ওভারেই তৃতীয় উইকেট হারায় মাত্র ১৫ রানে। 

এরপরই ফিলিপ্সের সেই ক্যাচ মিস করে লঙ্কান ফিল্ডার। তবে জীবন পেয়েই যেন ব্যাটে প্রাণ ফিরে পান গ্লেন। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে শেষ পর্যন্ত আউট হন ১০৪ রানে শেষ ওভারে গিয়ে। তার আগে ৬১ বলে সেঞ্চুরি পূরণ করেন ডানহাতি এই মারকুটে। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক। 

ফিলিপ্সের ৬৪ বলের এই ইনিংসে ছিল ১০টি চারের সঙ্গে চারটি ছয়ের মার। ফিলিপ্স ছাড়া এদিন তার দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মার্ক চ্যাপমানের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ডেরিল মিচেল।

লঙ্কানদের পক্ষে এদিন ২টি উইকেট নেন বিনুরা ফার্নান্ডোর পরিবর্তে মাঠে নামা কাসুন রজিথা। এছাড়া থিকসানা, ধনাঞ্জয়া, হাসারাঙ্গা ও কুমারা একটি করে উইকেট লাভ করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি