ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্পোরেট গভার্ন্যান্স ক্যাটাগরিতে ‘২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়্যাল রিপোর্টস ২০১৯’ অর্জন করেছে।

২৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস-এর নিকট এ পুরস্কার হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ হামিদ উল্লাহ ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মো. আশরাফুল হক, এফসিএ উপস্থিত ছিলেন।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি