ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

আলিজকে হারিয়ে কোয়ার্টারে সোফিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আলিজ করনেটকে হারিয়ে চীনের জিয়াংঝু ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সোফিয়া কেনিন।  

যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সহজ জয় পান ফ্রান্সের আলিজের বিপক্ষে। প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়েন আলিজ করনেট। তারপরও সোফিয়া কেনিনের কাছে ৬-৪ গেমে হারেন তিনি। 

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন আলিজ। তবে সোফিয়ার পাওয়ার শটের সামনে দাঁড়াতেই পারেননি তিনি। ৬-২ গেমে হেরে বিদায় নেন টুর্নামেন্ট থেকে। 

এ জয়ে পরের রাউন্ড নিশ্চিত করে নেন সোফিয়া কেনিন। কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভা অথবা স্লোভেনিয়ান পোলোনার বিপক্ষে খেলবেন সোফিয়া কেনিন।   
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি