ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আসছে ‘ডার্টি পিকচার’ এর সিক্যুয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:৫৪, ১৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

অনেকদিন ধরেই আলোচনা চলছিল বিদ্যা বালান অভিনীত বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ডার্টি পিকচার’ এর সিক্যুয়েল নির্মাণের। এবার বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেল, শিঘ্রই শুরু হতে যাচ্ছে ‘ডার্টি পিকচার টু’ এর নির্মাণ কাজ।

প্রতিবেদনে আরও জানা যায়, চিত্রনাট্যকার কণিকা ধিলোন এবং প্রযোজক একতা কাপুর আসন্ন এই প্রজেক্টটি নিয়ে ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে সিনেমাটির শুটিং ফ্লোরে আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের উপর নির্ভর করে ‘ডার্টি পিকচার’ নির্মিত হলেও, এর সিক্যুয়েলের কাহিনী অন্য কিছু হবে।

এদিকে, ‘ডার্টি পিকচার’এ বলিউডের সাহসী অভিনেত্রী বিদ্যা বালানকে দেখা গেলেও এর সিক্যুয়েলে তাকে দেখা যাবে না বলে জানা গেছে। সেখানে মূখ্য ভূমিকায় কৃতি স্যানন এবং তাপসী পান্নুর মত অভিনেত্রীদের দেখা যেতে পারে।

যদিও প্রযোজক ও অভিনেত্রীদের পক্ষ থেকে এখনো প্রজেক্টটি নিয়ে কোন ঘোষণা আসেনি। প্রযোজকের সাথে প্রজেক্টের প্রসঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা প্রজেক্টে যুক্ত হতেও নাকি সম্মতি প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে ‘ডার্টি পিকচার’ এর পরিচালনার দায়িত্বে মিলন লুথরিয়াকে দেখা গেলেও এর সিক্যুয়েলে এই পরিচালক থাকবেন কিনা সেটিও এখনো নিশ্চিত না।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি