ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আয়ারল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:২৪, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইরিশদের দেওয়া ১২৯ রানের জবাবে ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে উড়ছে দাসুন শানাকার দল।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাবিমিয়ার কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখা দাসুন শানাকার দল সুপার টুয়েলভেও করলো উড়ন্ত সূচনা।

দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে আসা আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি লঙ্কানরা। গ্রুপ ওয়ানের ম্যাচে ৭ উইকেট আর ৫ ওভার হাতে রেখে জিতেছে হেসেখেলেই।

হোবার্টে বৃষ্টি শঙ্কা থাকলেও কোনও বিঘ্ন ঘটেনি। টস জিতে শুরুতে ব্যাট করেছে আয়ারল্যান্ড। তাদের ৮ উইকেটে ১২৮ রানের সাধারণ মানের স্কোরে আটকে দিয়েছে লঙ্কান দল। জবাবে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।

দারুণ বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতেও আধিপত্য ছিল লঙ্কান ব্যাটারদের। শুরু থেকে আইরিশদের ওপর চড়াও হওয়া মেন্ডিস ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সঙ্গী ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ বলে ৩১ রানে ফিরেছেন। 

৬৩ রানের জুটি ভাঙলে পরে জয়ের পথে অবদান রাখেন চারিথ আসালাঙ্কা। ২২ বলে এই ব্যাটার অপরাজিত থাকেন ৩১ রানে। তার ইনিংসে ছিল ২টি চার। 

ঝড়ো গতিতে খেলা মেন্ডিসের ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছয়ের মার। ম্যাচসেরাও তিনি।   
এর আগে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১২৮ রান। বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না তারা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।

ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই থেমে যান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। 

এর মধ্যে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আইরিশদের।

লঙ্কানদের সবাই উইকেট নিয়েছেন। ১৯ রানে দুটি নেন মাহিশ থিকশানা, ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তাছাড়া একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি