ঢাকা, বুধবার   ২২ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরের ঘূর্ণি পিচে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  মঙ্গবার (২১ অক্টোবর) শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামেন বাংলাদেশ। 

এদিন ওপেন করেন সাইফ হাসান আর সৌম্য সরকার। তবে ওয়ানডেতে আরও একবার ব্যর্থ সাইফ । ওপেনিং জুটিতে ২২ রান আসলেও সাইফ ফিরে যান ১৬ বলে মাত্র ৬ করে। সেট হয়ে আউট হন তাওহিদ হৃদয় (১৯ বলে ১২)।

একইভাবে সেট হয়ে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত (২১ বলে ১৫), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ বলে ১৭)।

সৌম্য ভালো খেলছিলেন, কঠিন উইকেটে ছিলেন ফিফটির দোরগোড়ায়। কিন্তু তিনিও বড় শট খেলতে গিয়ে হাফসেঞ্চুরি মিস করেন। ৮৯ বলে ৪৫ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান সৌম্য। ১০৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মেহেদী মিরাজ আর নাসুম আহমেদ যোগ করেন আরও ২৫ রান। ভাঙা পিচে ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল নাসুমের। ওই ওভারেই গুদাকেশ মোতির ঘূর্ণিতে ব্যাট পেতে দিয়ে ক্যাচ তুলে দেন। ২৬ বলে ১৪ করে ফেরেন নাসুম।

উইকেটে এসেই ব্যস্ততা দেখাতে থাকেন নুরুল হাসান সোহান। ঘূর্ণি পিচেও বেশ কয়েকটি ভালো শট খেলেন তিনি। ফলে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ ৩৩ রান আসে ৪২ বলে। ২ চার আর ১ ছক্কায় বল সমান ২৩ রান করে মোতিকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সোহান।

এরপর দলের হাল ধরেন রিশাদ হোসেন। যে পিচে ব্যাটাররা ধুঁকেছেন। সেই পিচে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রানের ক্যামিও উপহার দেন রিশাদ। মিরাজ অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ করে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি