ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

গ্যাটলিনের কাছে হার মানলেন বোল্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

১০০ বা ২০০ মিটার দৌড়ের কোনো ইভেন্টে অতিমানবীয় গতি দিয়ে কাউকেই কাছে ঘেঁষতে দেন না বোল্ট কিন্তু তিনিও যে মানুষ, সেটাই যেন বিদায়বেলা স্মরণ করিয়ে দিয়ে গেলেন জ্যামাইকান এই অ্যাথলেট নিজের বর্ণিল ক্যারিয়ারের শেষ বড় প্রতিযোগিতায় বোল্ট হেরে গেলেন দু-দুবার ডোপ কেলেঙ্কারিতে জাস্টিন গ্যাটলিনের কাছে

পূরণ হলো না ১০০ মিটার ইভেন্টে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জয়ের স্বপ্ন। দীর্ঘ ১২ বছর পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ের স্বর্ণ জিতেছেন গ্যাটলিন। ফিনিশিং লাইন ছুঁয়েছেন ৯.৯২ সেকেন্ডে, বোল্ট দ্বিতীয়ও হতে পারেননি। ৯.৯৫ সেকেন্ডের টাইমিংয়ে তৃতীয় হয়েছেন বিশ্বের দ্রুততম মানব। দ্বিতীয় স্থানে থেকে রৌপ্যপদক জিতেছেন গ্যাটলিনের স্বদেশি অ্যাথলেট ক্রিস্টিয়ান কোলম্যান।

২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া রেকর্ড রয়েছে তাঁর। ১০০ ও ২০০ মিটার ইভেন্টে সেরা টাইমিংয়ের রেকর্ড এখনো বোল্টেরই দখলে। ২০১১, ২০১৩ ও ২০১৫ সালেও বোল্ট ছিলেন অপ্রতিরোধ্য। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফলস স্টার্টিংয়ের কারণে বোল্ট বাদ পড়েছিলেন ১০০ মিটারের ইভেন্ট থেকে। স্বর্ণপদক জিতেছিলেন ২০০ ও ১X৪০০ মিটার ইভেন্টে। আর গত দুই আসরেই বোল্ট জিতেছিলেন তিনটি ইভেন্টের স্বর্ণপদক।

এ বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপের পরই অ্যাথলেটিকস জগৎ থেকে বিদায় নেওয়ার কথা বোল্টের। বিদায়ী এ আসরে এমন অপ্রত্যাশিত ফল নিশ্চয়ই চাননি সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলেট।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি