ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৮, ২৭ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে টসে হেরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এদিকে লিটন দাস চোট কাটিয়ে দলে ফেরায় একাদশ থেকে ছিটকে গেছেন জাকের আলি । 

এর আগে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতে টি–টোয়েন্টিতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে নামছে টাইগাররা। তাই চট্টগ্রামের মাঠে টাইগারদের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি