ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে গতকাল হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘অঘোষিত সেমিফাইনাল’। অবশ্য শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিপক্ষ পাকিস্তানেরও। যে দল জিতবে তারাই আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

পাঁজরের চোটের কারণে আজও একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক। বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি।

একাদশে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুমকে বাদ দিয়ে একাদশে নিয়েছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদকে।

অন্যদিকে সর্বশেষ একাদশ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

বাংলাদেশের একাদশ

পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের একাদশ

সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি