ঢাকা, বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০৫, ২৭ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বোলিং করার জন্য  তিন পেসার ও দুই স্পিনার একাদশে রেখেছে স্বাগতিক দল।

বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন ও লিটন দাসকে নিয়ে একাদশ সাজিয়েছে। আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন জাকের আলী। 

বোলিং লাইন আপে পেস বিভাগে দুই বাঁ-হাতি পেসার শরিফুল ও মুস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ডের টি-২০ একাদশে টিম টেক্টর ও হ্যারি টেক্টর আছেন। মার্ক এডায়ার ও জস লিটিল জায়গা পেয়েছেন। এছাড়া টেস্ট সিরিজ খেলা কার্টুস ক্যাম্পার, লরকান টাকার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজরা আছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজ, জস লিটিল। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি