ঢাকা, বুধবার   ১৫ অক্টোবর ২০২৫

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, চার পরিবর্তন একাদশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ সিরিজের দুটিতেই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলছে বাংলাদেশ। শেষ এই ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। 

এদিকে বাংলাদেশ দল একাদশে চার পরিবর্তন এনেছে। ওপেনার তানজিদ তামিমকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় খেলছেন নাঈম শেখ। 

জাকের আলীকে বাদ দিয়ে শামীম হোসেনকে নেওয়া হয়েছে একাদশে। বোলিং আক্রমণে তানজিম সাকিব ও মুস্তাফিজকে বসিয়ে খেলানো হচ্ছে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। 

বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ওই তিন স্পিনার হলেন অধিনায়ক মিরাজ, বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নানগেলিয়া খারোটে, এএম গজনফর ও বিলাল সামি। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি